দীর্ঘদিন পর শাবনূরের সঙ্গে দেখা হলো শাহনূরের
অভি মঈনুদ্দীন: বাংলাদেশের সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে অষ্ট্রেলিয়াতে অবস্থান করছেন। গত ১৭ ডিসেম্বর ছিলো শাবনূরের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি চিত্রনায়ক অমিত হাসান, তার স্ত্রী লাবনী ও প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে জন্মদিন উদযাপন করেন। শাবনূর এখনো যুক্তরাষ্ট্রেই আছেন।
এরইমধ্যে দুদিন আগে একটি ঘরোয়া অনুষ্ঠানে শাবনূরের সঙ্গে দেখা হয় একসময়ের দর্শকপ্রিয় নায়িকা শাহনূরের। শাবনূরের সঙ্গে বেশ কয়েকবছর পর তাও আবার দেশের বাইরে যুক্তরাষ্ট্রে দেখা হয়েছে। শাবনূরকে দেখতে পেয়ে এবং তারসঙ্গে গল্প করে , সময় কাটিয়ে ভীষণ আবেকগাপ্লুত হয়ে পড়েন শাহনূর। শাবনূরের সঙ্গে শাহনূর বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তবে সে সংখ্যা খুব বেশি নয়। তারপরেও শাবনূর ও শাহনূরের মধ্যে বেশ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। এক সময় এসে শাহনূর ঘোষনাও দিয়েছিলেন যে শাবনূরকে নিয়ে তিনি তথ্যচিত্র নির্মাণ করবেন। কিন্তু যে সময়টাতে শাহনূর ঘোষনা দিয়েছিলেন, এরপর থেকেই শাবনূর অষ্ট্রেলিয়াতেই নিয়মিতভাবে বসবাস শুরু করেন। যে কারণে শাহনূরের আর তথ্যচিত্র নির্মাণের সুযোগ হয়ে উঠেনি।
শাবনূরের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়া প্রসঙ্গে শাহনূর বলেন,‘ যুক্তরাষ্ট্রে আসলে নানান ধরনের অনুষ্ঠানে এখানে স্থায়ী হওয়া শিল্পীদের সঙ্গে দেখা হয়। তবে আমার প্রিয় বান্ধবী শাবনূরের সঙ্গে কোনো অনুষ্ঠানে নয়, একটি ঘরোয়া অনুষ্ঠানে দেখা হয়েছে। বেশ কয়েকবছর পর তার সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা দুজন সর্বশেষ দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে একসঙ্গে গিয়েছিলাম। এরপর আর আমাদের সেভাবে দেখা হয়নি। তবে যোগাযোগটা নিয়মিত ছিলো। শাবনূর একজন অভিনেত্রী হিসেবে যেমন অনেক অনেক গুনী একজন অভিনেত্রী, নায়িকা হিসেবে এখনো জনপ্রিয় পাশাপাশি একজন ভালো মনের মানুষ। তার সঙ্গ আমি সবসময়ই উপভোগ করি। অনেকদিন পর তারসঙ্গে দেখা হয়ে ভীষণ ভালোলাগলো। আমরা অনেকটা সময় গল্পে গল্পে পুরোনোদিনে ফিরে গিয়েছিলাম। আমি সবসময়ই দোয়া করি শাবনূর ভালো থাকুক, সুস্থ থাকুক।’
উল্লেখ্য, ‘স্বপ্নের বাসর’, ‘স্বপ্নের ভালোবাসা’, ‘প্রেম সংঘাত’, ‘নয়ন ভরা জল’, ‘এ পৃথিবী আমার’,‘ মন ছুঁয়েছে মন’,‘ এ চোখে শুধু তুমি’সহ আরো বেশ কয়েকটি সিনেমাতে শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন শাহনূর। উল্লেখ্য, শাহনূর কুইন্স থেকে জামাইকাতে গিয়ে শাবনূরের সঙ্গে দেখা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153389