বগুড়ার আদমদীঘিতে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ডোবার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল দড়িয়াপুর গ্রামের পাটগুদামের পাশে ডোবার পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দড়িয়াপুর গ্রামের পাশে একটি পাটগুদামের পাশে একটি কচুরিপানা ভর্তি পানির ডোবায় আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে কে বা কারা হত্যা করে ওই ডোবায় ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153386