ঢাকায় অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস

ঢাকায় অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস
চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের তারকাদের মিলনমেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস এর ২৫তম আসর। এ অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক ও সংগীতের বিভিন্ন বিভাগে বছরের সেরা শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। বরাবরই নিউ ইয়র্কে এই আয়োজন হলেও এবার অনুষ্ঠিত হলো ঢাকায়।
 
 
আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) পেয়েছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন শাকিব খান (বরবাদ) এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা (দাগি)।
 
 
সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন আরফান নিশো (দাগি) এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী (সাবা)। পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর (বরবাদ) ও মনিরা মিঠু (দাগি)।
 
 
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক হিসেবে সম্মাননা পেয়েছেন রায়হান রাফি (তাণ্ডব)। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন তানিম নূর (উৎসব)। একই সঙ্গে ‘উৎসব’ নির্বাচিত হয়েছে সেরা চলচ্চিত্র।
 
 
নাটক বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান (তোমাদের গল্প) এবং সেরা অভিনেত্রী হয়েছেন তানজিম সাইয়ারা তটিনী (তোমাদের গল্প)।
 
সমালোচকদের বিচারে সেরা নাট্য অভিনেতা হয়েছেন জিয়াউল হক পলাশ এবং সেরা নাট্য অভিনেত্রী হয়েছেন তানজিন তিশা (ফাঁদা)। নাটকে পার্শ্ব চরিত্রে পুরস্কৃত হয়েছেন শহীদুজ্জামান সেলিম (দেনা পাওনা) ও দীপ্তা খান্দাকার (এটা আমাদের গল্প)।
 
নাটক পরিচালনায় সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ (তোমাদের গল্প) এবং সমালোচকদের বিচারে সেরা নাট্য পরিচালক হয়েছেন কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট)।
 
 
সংগীত বিভাগে সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন প্রীতম আহমেদ (চাঁদ মামা, বরবাদ) এবং সেরা নারী কণ্ঠশিল্পী হয়েছেন দিলশাদ নাহার কণা (কন্যা, জ্বীন–৩)। সমালোচকদের বিচারে সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন সোমনূর মনি কোনাল (মায়াবী, বরবাদ) ও ইমরান মাহমুদুল (কন্যা)।
 
 
সমালোচকদের বিচারে সেরা সঙ্গীত পরিচালক হয়েছেন শওকত আলী ইমন এবং সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল। ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন আসিফ আকবর, রবি চৌধুরী ও আঁখি আলমগীর।
 
 
প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করছে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির। আলমগীর খান বলেন, আগামীবারের আয়োজন আরো জমজমাট ভাবে দুবাইতে করার পরিকল্পনা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153376