জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন। এ সময় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।এর আগে মামলার তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। শুনানির পর প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান হামিদুর রহমান আযাদের আইনজীবী।

ইসি থেকে জানানো হয়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153346