বৃষ্টিতে পাকিস্তান–শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি পরিত্যক্ত

বৃষ্টিতে পাকিস্তান–শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক : টানা বৃষ্টির কারণে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার রাঙ্গিরি দাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে টস পর্যন্ত করা সম্ভব হয়নি।

বারবার বৃষ্টির বাধায় খেলা শুরুর কোনো সুযোগ না থাকায় শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুই দলই এখন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দিকে মনোযোগ দেবে।

বর্তমানে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। বুধবার একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম টি–টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারায় সফরকারীরা। ওই ম্যাচে ১২৯ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই অর্জন করে পাকিস্তান।

সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153322