বিএনপিতে যোগ দিলেন আ. লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী

বিএনপিতে যোগ দিলেন আ. লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবশক্তি ও যুব সংহতির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বুড়িরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেওয়া হয়।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং শরীয়তপুর জেলা যুব সংহতির সাবেক সদস্য সচিব মো. সিয়াম।

এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, আব্দুল মান্নান মাদবর, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ, যুবশক্তি ও যুব সংহতির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের ঘটনায় শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। একইভাবে মো. সিয়ামও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যুব সংহতি থেকে পদত্যাগের বিষয়টি জানান।

এ বিষয়ে মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের আমলে তিনি নির্যাতন ও নিষ্পেষণের শিকার হয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছেন।

বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নবাগতদের ধন্যবাদ জানিয়ে বলেন, সব দল ও মতের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে হিংসা-বিদ্বেষ ভুলে একটি সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তোলাই তাদের লক্ষ্য।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153321