বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গ্রেফতারি পরয়োনামুলে ১০ জন, ১৫১ ধারায় ৮ জন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত মাদকসেবি ১১ জন, নিয়মিত মামলায় ৩ জন।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযানে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলো উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের মন্টু ঘোষ, শাহিন আলম ও খামারকান্দি বাজার এলাকার নুরুজ্জামান নুরেলকে ৫০ টাকা জরিমানা ও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড, এছাড়াও খানপুর ইউনিয়নের কয়েরখালী বাজার এলাকার রেজাউল করিম, আরিফুল ইসলাম, ছাতিয়ানি এলাকার রফিকুল ইসলাম, ঠান্ডু মিয়া, পৌরশহরের উত্তসাহাপাড়ার জুয়েল রানা, স্বপন, বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের হাবিবুর রহমানকে ৫০ টাকা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এছাড়াও ১৫১ ধারায় আরো ৮জনকে ও নিয়মিত মামলায় ৩ জন এবং বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় ১০জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যপাারে শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, নির্বাচনের সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছি। তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153312