বগুড়ায় গাছের গুড়ির মধ্যে মিললো ৩৬ কেজি গাঁজা, মাইক্রোবাসসহ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় গাছের গুড়ির মধ্যে বিশেষ কায়দায় রেখে মাইক্রোবাসযোগে পাচারের সময় ৩৬ কেজি গাঁজা উদ্ধার এবং সেইসাথে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
ডিবির ওসি মো: ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় একটি হাইচ মাইক্রোবাস আটক করা হয়। এরপর ওই মাইক্রোবাসের ভিতর থেকে কয়েকটি গাছের গুড়ি বের করে আনা হয়। এরপর গুড়িগুলো কুড়াল দিয়ে চিড়ে উদ্ধার করা হয় ৩৬ কেজি গাঁজা।
ডিবির ওসি আরও বলেন, গুড়িগুলোর মধ্যে ফাঁকা করে নিয়ে বক্সের মত জায়গা তৈরি করে এরমধ্যে বিশেষ কায়দায় ওই পরিমাণ গাঁজা লুকিয়ে নিয়ে পাচার করা হচ্ছিল। মাইক্রোবাসটি নওগাঁর দিকে যাচ্ছিল। এর আগে বগুড়া শহরের চারমাথায় প্রথমে ওই মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা করা হয়। কিন্তু মাইক্রোবাসটি নওগাঁর দিকে যেতে থাকলে গাড়ি নিয়ে এর পিছু নেয় ডিবির টিমটি।
এক পর্যায়ে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যাান্ড এলাকায় মাইক্রোবাসটি আটক করে গুড়িগুলো বের করে এনে এর মধ্যে বিশেষ কায়দায় রাখা ওই পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান (২৫) নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়। সে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গুড্ডিমারী এলাকার আব্দুল খালেকের ছেলে।
এদিকে আমাদের দুপচাঁচিয়া প্রতিনিধি জানান, এই অভিযানকালে দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় ডিবি মাইক্রোবাসটি আটক করে গাছের গুড়ির ভিতর থেকে গাঁজা উদ্ধারসহ একজনকে গ্রেফতার করে। তবে মাইক্রোবাসে থাকা আরও দুই কারবারি পালিয়েছে। ডিবি বগুড়া শহরের চারমাথা থেকে ওই মাইক্রোবাসটিকে পিছু ধাওয়া করে আসছিল। মাইক্রোবাসটি নওগাঁর দিকে যাচ্ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153307