সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন করে আ’লীগ রাজনীতি করেছে : এটিএম আজহারুল ইসলাম
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দীর্ঘদিন থেকে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন সৃষ্টি করে পতিত আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে। যা দেশের সম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যর পরিপন্থী। আমরা সবাই মানুষ, সবার রক্ত লাল। আমাদের পরিচয় এক, মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতের আয়োজনে স্থানীয় চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক উঠান বৈঠকে এসব কথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
বৈঠকে তিনি বলেন, একই দেশের নাগরিক হিসেবে দেশের সব মানুষের সমান অধিকার রয়েছে। অতীতে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু ট্যাগ দিয়ে তারা রাজনৈতিক সুবিধা নিয়েছে। আমরা বিভাজনের সেই রাজনীতি চাই না।
বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ অন্য দলকে এতদিন ভোট দিয়ে কোন কিছুই পাননি। শুধু একবার আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে দেখুন।
এসময় উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- প্রভাষক আমিনুল ইসলাম, শাহ রুস্তম আলী, দেবেন্দ্র নাথ রায়, শ্যামল চন্দ্র, নারায়ণ চন্দ্র প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153298