বগুড়ার দুপচাঁচিয়ায় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়ায় ফসলি জমি থেকে অবৈধ ভাবে উর্বর মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলা সদরের আলোহালী এলাকায় ফসলি জমির উপরি ভাগের মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার প্রমান পান। এই অপরাধে ভেলুরচক এলাকার এনআরবি ইট ভাটার ম্যানেজার গোরনাবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফসলি জমির উপরের উর্বর মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ কারণে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153279