নিজের নাম নিজেই রেখেছিলেন আফসানা মিমি!

নিজের নাম নিজেই রেখেছিলেন আফসানা মিমি!

দেশের নন্দিত অভিনেত্রী নির্মাতা আফসানা মিমি। কেন নিজের নাম নিজেই রেখেছিলেন এই অভিনেত্রী জানালেন তিনি। গেল বছরের ২০ ডিসেম্বর নন্দিত অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমির বয়স ৫৭ বছর পূর্ণ হয়েছে। প্রতি বছর ২০ ডিসেম্বর এই দিনটিতে সময় কাটান ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে।

সেখানে সেদিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন। বছরের পর বছর নীরবেই এই কাজটি করে যাচ্ছেন তিনি। কিন্তু কেন? সেই নেপথ্যের গল্পটিই সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে জানিয়েছেন আফসানা মিমি। 


আগামীকাল শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমএ প্রচার হবে এই বিশেষ পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে আফসানা মিমি জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা। মিমি চকোলেট খেতে ভালোবাসতেন বলে এই নামটি যে তার নিজের রাখা, সেই মজার গল্পটিও অকপটে স্বীকার করেছেন তিনি। বড় বোন অ্যানির সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছিল জুনি। ভালো নাম আফসানা করিম। বাবা ডাকতেন মিম নামে। সেখান থেকে তিনি নিজের আগ্রহে মিমি নামটি বেছে নিয়েছিলেন। মজা করে আফসানা মিমি বলেন, আমি বোধহয় পৃথিবীর একমাত্র শিশু, যে কি না নিজের নাম নিজেই চূড়ান্ত করেছে। বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153256