এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
বাংলাদেশে এলপিজি ব্যবসায়ীরা দেশব্যাপী ঘোষণা করা ধর্মঘট প্রত্যাহার করেছেন। এতে বন্ধের ঘোষণা দেওয়া এলপিজি সিলিন্ডার বিক্রি পুনরায় শুরু হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে নেতারা তিনটি দাবি উত্থাপন করেন- সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড দেশের সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন ও সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153157