ভারতের নাগরিকত্ব ছাড়লেন চ্যাম্পিয়ন শুটার
স্পোর্টস ডেস্ক : ভারতের শটগান শুটার অঙ্গদ বীর সিং বাজওয়া জাতীয়তা পরিবর্তন করেছেন। এখন থেকে তিনি কানাডার হয়ে আন্তর্জাতিক শুটিংয়ে অংশ নেবেন। এই সিদ্ধান্ত তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। ৩০ বছর বয়সী এই শুটার টোকিও অলিম্পিক ২০২০-এ ভারতের হয়ে খেলেছিলেন। তিনি স্কিট শুটিংয়ে দুইবার এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। জাতীয়তা বদলের জন্য তিনি ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন। সংস্থাটি তাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছে।
গত মাসে নয়াদিল্লির ড. করণী সিং শুটিং রেঞ্জে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন বাজওয়া। সেখানে পুরুষদের স্কিট ইভেন্টে তিনি চতুর্থ হন। এরপরই তার জাতীয়তা বদলের বিষয়টি সামনে আসে। ২০১৩ সালে প্রতিযোগিতামূলক শুটিং শুরু করেন বাজওয়া। ২০১৫ সালে কুয়েত সিটিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে তিনি স্বর্ণ জেতেন। দলগত ইভেন্টেও শিরোপা জিতেছিলেন। সঙ্গী ছিলেন অনন্তজিত সিং নারুকা ও অর্জুন সিং মান। ২০১৮ সালে কুয়েত সিটিতেই এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে সিনিয়র বিভাগে স্বর্ণ জেতেন তিনি। ফাইনালে তার স্কোর ছিল নিখুঁত ৬০/৬০। এটি তখন ছিল নতুন রেকর্ড। একই সঙ্গে এটি ছিল স্কিট শুটিংয়ে ভারতের প্রথম মহাদেশীয় স্বর্ণ।
২০১৯ সালে দোহায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জেতেন বাজওয়া। এই সাফল্যে টোকিও অলিম্পিকের কোটা পায় ভারত। একই আসরে গনেমত সেখনের সঙ্গে মিক্সড টিমে রুপা জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিকে পুরুষদের স্কিটে বাজওয়ার অবস্থান ছিল ১৮তম। বাছাইয়ে তিনি করেন ১২৫-এর মধ্যে ১২০। ২০২৩ সালে চীনের হাংঝুতে এশিয়ান গেমসে তিনি দলগত ব্রোঞ্জ জেতেন। আইএসএসএফ বিশ্বকাপে তার ঝুলিতে আছে তিনটি পদক। ২০২১ সালে নয়াদিল্লিতে মিক্সড টিম ও পুরুষ দলগত স্বর্ণ জিতেছেন। একই বছরে কায়রোতে দলগত ব্রোঞ্জ পান। এখন থেকে এই অভিজ্ঞ শুটার কানাডার পতাকার নিচেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153143