রাজধানীর নয়াপল্টনে মুছাব্বিরের জানাজা অনুষ্ঠিত
সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জানাজা নামাজ শেষে তার মরদেহ বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আসর দ্বিতীয় জানাজার পর দাফন করার কথা রয়েছে।
গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের তেজতুরি বাজারে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুছাব্বির। আজ বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদি হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153139