হারল লন্ডনের দুই ক্লাব চেলসি-টটেনহ্যাম

হারল লন্ডনের দুই ক্লাব চেলসি-টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি হেরে গেছে লন্ডনের আরেক ক্লাব ফুলহ্যামের কাছে। এনজো মারেস্কা দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পর এদিন ক্রাভেন কটেজে গিয়ে ২-১ গোলে হেরে এসেছে ব্লুরা।

এদিন ম্যাচের ২২ মিনিটে লাল কার্ড দেখেন মার্ক কুকুরেয়া। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও লড়াই চালিয়ে গেলেও হার ঠেকাতে পারেনি সফরকারীরা। বলের দখলে এগিয়ে থাকা ফুলহ্যাম ১৫ শটের ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে। চেলসিরও ১৩ শটের ৬টি লক্ষ্যে ছিল। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মাথায় ফুলহ্যামকে লিড এনে দেন মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমিনেজ। কিন্তু ৭২ মিনিটে লিয়াম ডেলপের গোলে সমতায় ফেরে চেলসি। ৮১ মিনিটে ফুলহ্যামের জয়সূচক গোল করেন হ্যারি উইলসন।এই হারে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট ফুলহ্যামেরও, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ৯ নম্বরে তারা।

অপরদিকে হেরেছে নর্থ লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটস্পারও। ভাইটালিটি স্টেডিয়ামে গিয়ে বোর্নমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে থমাস ফ্রাঙ্কের দল। পঞ্চম মিনিটে মাতিয়াস তেলের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ২২ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসন। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান বোর্নমাউথের ফরাসি ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান জোয়াও পালিনিয়া। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে স্বাগতিকদের পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন আন্তইনে সেমেনিয়ো। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে টটেনহ্যাম। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই বোর্নমাউথ।  

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153137