রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জে চার্জাররিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাজিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজিব উদ্দিন (৫৫) উপজেলার সয়ার ইউনিয়নের গোয়াপলবাড়ি গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট বাজার এলাকায়চার্জার রিকশাটি যাত্রী নিয়ে হাজিরহাটের দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জাররিকশার যাত্রী বৃদ্ধ হাজিব উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153121