আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মফস্বল ডেস্ক: আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজহাওয়া অফিসের তথ্যানুযায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস।চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চলতি মৌসুমে তীব্র শীত নেমে এসেছে। কনকনে ঠান্ডা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার তাপমাত্রা ৭ ডিগ্রি থেকে ১৪.৫ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৬ ডিগ্রি।

আজ সেটা ১.৬ ডিগ্রি কমে ৭ ডিগ্রিতে নেমেছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান সংবাদমাধ্যমে জানান, তাপমাত্রা আরও নামতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153120