জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তির আত্মহত্যা
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতের কোন এক সময় উপজেলার তিলকপুর ইউনিয়নের কানুচপাড়া গ্রামের আবু হাসান বাবু মণ্ডল (৩৫) নিজ বাড়ির সামনে পুকুরের ধারে জলপাই গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মোহাম্মদ আইন উদ্দিন মন্ডলের ছেলে।
পরের দিন সকালে স্থানীয় লোকজন গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আর্থিক সংকট ও ঋণ নেয়ার কারণে মানসিক চাপ থাকায় সে আত্মহত্যা করেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, আর্থিক সমস্যা ও ঋণের কারণে সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153066