বগুড়ায় ইয়াবাসহ ‘ডাব বাবু’ গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের সেউজগাড়ী রেল কলোনী এলাকার মাদক সম্রাট বলে পরিচিত বাবু ওরফে ‘ডাব বাবু’ (৩৫)কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে। আগে সে ডাব বিক্রি করলেও পরে সে ইয়াবা বিক্রি শুরু করে। এ কারনে স্থানিয়রা তাকে ডাব বাবু বলে ডাকে।
ডিএনসি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেউজগাড়ী রেল কলোনী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ডাব বাবুর বসতবাড়ী ও দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. শহিদুল ইসলাম বাবু ওরফে ডাব বাবু ওই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে। তার বিরুদ্ধে হাফ ডজন মাদক মামলা রয়েছে। সে মাদক সম্রাট বলে পরিচিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152839