জয়পুরহাট চেম্বারের নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর

জয়পুরহাট চেম্বারের নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের এক কমিউনিটি সেন্টারে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে সদ্যবিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনুর কাছে চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্যবিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা জামায়াতের আমির দাঁড়িপাল্লার প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি এসএম রাশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নবনির্বাচিত কমিটি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চেম্বার অব কমার্সের নেতৃত্বকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152824