দিনাজপুরের হিলিতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইনুল ইসলামকে (২৫) জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাইনুল ইসলাম হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, ২০১৮ সালে মাদক মামলায় দিনাজপুর জেলা দায়রা জজ আদালত আসামি মাইনুলকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। আদালতে রায়ের পর থেকে সে আত্মগোনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-৫ র‌্যাব ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তাকে জয়পুরহাট জেলা সদরের ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আজ রোববার (৪ জানুয়ারি) তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152751