যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি চলমান যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, সিদোন জেলার আকতনিত-কুনেইত্রা সড়কে একটি গাড়িতে এ হামলা চালানো হয়। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা জোরদার করেছে। ইসরায়েলের দাবি, এসব হামলায় হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরের বেশি সময় ধরে সীমান্তে সংঘর্ষের পর ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। ওই সংঘাতে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হন।

চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার কথা থাকলেও তারা এখনো আংশিকভাবে অবস্থান করছে। সীমান্ত এলাকায় পাঁচটি সামরিক চৌকিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি বজায় রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152673