ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 

ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এ আসনে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৬ আসন থেকে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। সেখানে জামায়াতের প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরাও ছিলেন।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152506