যুব বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা
স্পোর্টস ডেস্ক : আসন্ন যুব বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানুয়ারির মাঝামাঝি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার আজিজুল হাকিম তামিম, সহ-অধিনায়ক ওপেনার জাওয়াদ আবরার।
সদ্য শেষ হওয়া যুব এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার মোহাম্মদ সবুজের জায়গায় মূল দলে নেওয়া হয়েছে আল ফাহাদকে, সবুজ আছেন স্ট্যান্ডবাইয়ে। বাকি ১৪ জনই এশিয়া কাপের স্কোয়াডের সদস্য ছিলেন।
‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুবারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা। ১৫ জানুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়া আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152486