বগুড়ায় আগুনে সর্বশান্ত অটোরিকশা চালক, শিশু সহ দগ্ধ ২

বগুড়ায় আগুনে সর্বশান্ত অটোরিকশা চালক, শিশু সহ দগ্ধ ২

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক রাইস কুকারের আগুনে পুড়ে সিএনজি চালিত এক অটোরিকশা চালকের বাড়িঘর পুড়ে গেছে। এ সময় শিশুসহ ২জন অগ্নিদগ্ধ হয়েছে।

আজ শুক্রবার দুপুর প্রায় ৩ টায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতী জাঙ্গাল পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলো, উপজেলার ভূবনগাঁতী জাঙ্গাল পাড়া গ্রামের মোন্নাফ আলীর মেয়ে মায়সা খাতুন (৫) ও প্রতিবেশি সামাদ আলীর ছেলে সুমন হোসেন (২৭)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভূবনগাঁতী জাঙ্গাল পাড়া গ্রামের হালিম উদ্দিনের ছেলে মোন্নাফ আলী অটোরিকশা চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার দুপুরে গৃহকত্রী বাড়িতে ঘরের ভেতর বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এসময় রাইস কুকারের তার গলে গিয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তাদের একমাত্র বসতঘরসহ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রি পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম দৈনিক করতোয়াকে বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছার আগেই গৃহকর্তার বসতঘরটি পুড়ে গেছে। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেছেন। বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152481