নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জে জামায়াত নেতার জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের আমিরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত মো. ইউসুফ আলী উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার এবং উপজেলা জামায়াতের আমির।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল-মামুন বলেন, রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ভঙ্গ করায় প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা জামাতের আমির ইউসুফ আলীকে একাধিকবার কল করলেও রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।