বড় পর্দায় এ আর রহমান
বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান। এমনকি অস্কারও জিতেছেন তিনি। এবার বড় পর্দায় অভিনেতা হিসেবে ধরা দিচ্ছেন এই শিল্পী। নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি। কমেডি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করছেন মনোজ এনএস। প্রযোজনার দায়িত্বে রয়েছে বিহাইন্ড উডস প্রোডাকশন।
গত বছর থেকেই গুঞ্জন ছিলো, এক ভিন্ন অবতারে দেখা যাবে তাকে। এবার ‘মুনওয়াক’ সিনেমায় তার অভিনয়ের খবর আসতে নিশ্চিত হওয়া গেল বিষয়টি।
পরিচালক মনোজ এনএস বলেন, সিনেমায় রহমানকে কিছুটা ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ঘরানার এক পরিচালকের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি কাল্পনিক হলেও এতে গল্পের গুরুত্বপূর্ণ মোড় রয়েছে।
পরিচালক আরও জানান, ছবির গান রেকর্ডিংয়ের পর যখন আমি তাকে অভিনয়ের প্রস্তাব দেই এবং চরিত্রটি সম্পর্কে বিস্তারিত বলি, তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। শুটিং সেটে তাকে দারুণ প্রাণবন্ত ও সাবলীল অভিনয় করতে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য পাঁচটি গানও গেয়েছেন এ আর রহমান। যেহেতু সিনেমায় ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’ খ্যাত প্র্রভু দেবা রয়েছেন, তাই এতে উচ্চমানের নাচের দৃশ্য থাকবে তা নিশ্চিত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152473