এখন তিনি ডিজে নূর

এখন তিনি ডিজে নূর

অভি মঈনুদ্দীন ঃ দুই যুগেরও বেশি সময় আগে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় চিত্রনায়িকা শাহনূর। একক নায়িকা হিসেবে খুউব কম সিনেমাতে কাজ করার সুযোগ পেলেও যেসব সিনেমাতে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন, সেসব সিনেমাতেও তার অভিনীত চরিত্রগুলো ছিলো বেশ গুরুত্বপূর্ণ। যে কারণে পেশাগতভাবে একজন অভিনেত্রী বা নায়িকা হয়ে তিনি যখন যে সিনেমাতে অভিনয় করেছেন মন দিয়েই তা করার চেষ্টা করেছেন। দীর্ঘদিন শাহনূর নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না। যেহেতু তিনি বিগত এক বছরেরও বেশি সময় ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন এবং সেখানে অভিনয়ের সুযোগ খুউব কম, সে কারণে এবার তিনি জীবনের এই পর্যায়ে এসে পেশাটা একটু বদল করেছেন জীবনেরই প্রয়োজনে।

এবার তিনি নিজেকে ডিজে পরিচয়ে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। শাহনূর নিজেকে ডিজেইং-এ ব্যস্ত করে তুলতে চাইছেন। যে কারণে যুক্তরাষ্ট্রেই বসবাসরত ডিজে রাহাতের কাছে ডিজেইং শিখছেন। পাশাপাশি সেখানকার ‘স্কুল অব রক অ্যাণ্ড মেটাল’-এ ডিজেইং শিখছেন। এরইমধ্যে কিছুদিনের শিক্ষা নিয়ে তিনি থার্টি ফার্স্ট নাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স প্যালেসে ‘বাংলা মিউজিক ফ্যাস্টিভ্যাল’-এ ডিজেইং করেছেন। নায়িকা শাহনূরের পরিচয়কে পাশে রেখে এখন তিনি ‘ডিজে নূর’ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্র থেকে ডিজে নূর তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ সত্যি বলতে কী এখানে যারা বাংলাদেশ থেকে উন্নত জীবন যাপনের আশায় প্রতিষ্ঠিত হতে এসেছেন তাদের প্রত্যেককেই ভীষণ শ্রম দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। কারণ কষ্ট করা ছাড়া এখানে ভালোভাবে থাকার বিকল্প নেই। সাধারণত যারা যারা গায়ক গায়িকা আছেন তারা বলা যায় প্রতিনিয়ত শোতে গাইবার সুযোগ পাচ্ছেন। কিন্তু অভিনয় শিল্পী হিসেবে যারা আছি তাদের কাজের সুযোগটা খুবই কম। যে কারণে আমি হতাশ না হয়ে বরং অনেকের দ্বারা অনুপ্রাণিত হয়ে ডিজেইং-টা বেছে নিয়েছি।

এরইমধ্যে ডিজে নূর হিসেবে আমি কাজও করেছি থার্টি ফার্স্ট নাইটে। যথাযথ সম্মানীও পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমি ভুল করিনি। আমি আগামীতে ডিজেইং-এও অনেক ভালো করবো, এটাই আমার বিশ্বাস।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152467