খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় টিএসসিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
ঢাবি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)- চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের এক আপসহীন নেত্রী। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন ভূমিকা রেখে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠান চলাকালে নেতাকর্মীদের মধ্যে শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশ লক্ষ্য করা যায়। দোয়া শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার স্মরণে ও তাঁর আত্মার শান্তি কামনায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152450