নতুন করে আলোচনায় ‘লেডি সুপারস্টার’ নয়নতারা

নতুন করে আলোচনায় ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
বিনোদন ডেস্কঃ ‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে ভারতীয় বাণিজ্যিক সিনেমার দৃশ্যপট বদলে দেওয়া কন্নড় সুপারস্টার ইয়াশ ফিরছেন তাঁর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ নিয়ে। সিনেমাটি মুক্তির এখনও অনেক সময় বাকি থাকলেও সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই আকাশচুম্বী। বড় বাজেট, আন্তর্জাতিক পরিকল্পনা আর তারকাবহুল অভিনয়। সব মিলিয়ে ‘টক্সিক’ শুরু থেকেই আলাদা করে নজর কাড়ছে। এরই মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা।
 
সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারে প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে নয়নতারার চরিত্র ‘গঙ্গা’। পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। সেখানে নয়নতারাকে দেখা যায় এক অভিজাত ক্যাসিনোর প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকতে, হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র, চোখেমুখে রহস্যের ছাপ। তাঁর দৃষ্টি শান্ত হলেও তাতে লুকিয়ে আছে ভয়ংকর আত্মবিশ্বাস।
 
 
 
এতদিন যাঁকে দর্শক দেখেছেন গ্ল্যামার, আবেগ কিংবা শক্তিশালী নারী চরিত্রে। এই ছবিতে তিনি যেন একেবারে ভিন্ন এক জগৎ থেকে উঠে আসা চরিত্র, যেখানে সৌন্দর্যের পাশাপাশি বিপদ ও ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট। গঙ্গা চরিত্রটি যে শুধুই শোপিস নয়, বরং গল্পের অন্যতম চালিকাশক্তি। তা পোস্টার দেখেই আন্দাজ করা যাচ্ছে। প্রথাগত নায়িকা ইমেজ ভেঙে নয়নতারার এমন বিধ্বংসী ও রহস্যময় উপস্থিতি দর্শকের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অনেকেই ধারণা করছেন, ‘টক্সিক’-এ তাঁর চরিত্রটি নৈতিকতার ধূসর অঞ্চলে দাঁড়িয়ে থাকা এক শক্তিশালী নারীর প্রতীক, যা সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে।
 
দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে ৭৫টিরও বেশি সিনেমায় কাজ করা নয়নতারা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান বহু আগেই পোক্ত করেছেন। বিশেষ করে নারীকেন্দ্রিক গল্পে তিনি যে কতটা প্রভাবশালী হতে পারেন, তার প্রমাণ মিলেছে ‘আরাম্ম’, ‘মায়া’ কিংবা ‘কলামাভু কোকিলা’র মতো ছবিতে। এসব সিনেমায় তিনি কেবল নায়িকা নন; বরং গল্পের কেন্দ্রবিন্দু। এবার ইয়াশের সঙ্গে তাঁর জুটি বড় পর্দায় কেবল তারকাখ্যাতির মেলবন্ধন নয়, বরং অভিনয়ের শক্তির এক নতুন সমন্বয় তৈরি করবে– এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
 
 
‘টক্সিক’ নির্মাণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালয়ালম নির্মাতা গীতু মোহান্দাস। তিনি জানিয়েছেন, এই সিনেমায় নয়নতারাকে এমন এক লুকে দেখা যাবে, যা তাঁর ক্যারিয়ারে আগে কখনও দেখা যায়নি। তাঁর মতে, গঙ্গা চরিত্রটির ভেতরের শক্তি, নীরবতা আর রহস্যের সঙ্গে নয়নতারার ব্যক্তিত্বের এক গভীর মিল রয়েছে, যা পর্দায় চরিত্রটিকে আরও বাস্তব ও প্রভাবশালী করে তুলবে। ‘টক্সিক’-এর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর আন্তর্জাতিক নির্মাণ পরিকল্পনা।
 
 
ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে একটি সিনেমার শুটিং হচ্ছে। মূল লক্ষ্য বিশ্ববাজার। সেই কারণেই সিনেমাটির গল্প, ভিজ্যুয়াল ভাষা এবং নির্মাণশৈলীতে আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। মুক্তির পর এটি হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় ডাবিং করে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
 
 
নয়নতারার পাশাপাশি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচিত মুখ কিয়ারা আদভানি এবং হুমা কুরেশি। কিয়ারা অভিনয় করছেন নাদিয়া চরিত্রে, যিনি গল্পে এক ভিন্ন মাত্রা যোগ করবেন বলে জানা গেছে। অন্যদিকে হুমা কুরেশিকে দেখা যাবে এলিজাবেথ নামে এক রহস্যময় চরিত্রে, যার উপস্থিতি সিনেমার গল্পকে আরও জটিল ও আকর্ষণীয় করে তুলবে। ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ মার্চ ২০২৬।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152439