বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লিপির মনোনয়ন বাতিল, চারজনের মনোনয়ন বৈধতা ঘোষণা
মফস্বল ডেস্ক : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই প্রার্থীসহ মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ( ২ জানুয়ারী) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সব কাগজপত্র সঠিক ও কোনো আপত্তি না থাকায় চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মোঃ শাহাবুদ্দিন এবং গণফোরামের প্রার্থী জুলফিকার আলী।
অপরদিকে, তথ্যগত ত্রুটির কারণে দুই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা এবং প্রস্তাবকের ঘাটতির কারণে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন এখনও ঝুলে রয়েছে।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং ব্যাংকের প্রতিনিধিরা সহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152421