ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শালবন ঘেঁষে মাটি কেটে ইটভাটায় বিক্রি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শালবন ঘেঁষে মাটি কেটে ইটভাটায় বিক্রি

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বন বিটের আওতায় সাগুনী পিপি শালবন ঘেঁষে উঁচু জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে বর্ষা মৌসুমে মাটি ধ্বসের আশঙ্কা তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে বন বিভাগ বলছে, জমিটি ব্যক্তি মালিকানা হওয়ায় তারা কিছু করতে পারছে না। 

জানা যায়, পীরগঞ্জ উপজেলার সাগুনী পিপি শালবনের পশ্চিম পাশে শালবন ঘেঁষে উঁচু জমি থেকে মাজাহারুল ইসলাম নামে এক ব্যক্তি এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। অভিযোগ রয়েছে জমিটি বন বিভাগের। মাজাহারুল দখলে নিয়ে মাটি কেটে বিক্রি করছেন। শালবন ঘেঁষে মাটি কাটায় বর্ষায় সেখানকার মাটি সরে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। 

অভিযুক্ত মাজাহারুল উসলাম জানান, জমিটি তার নিজের। উঁচু হওয়ায় এখানে আবাদ করা যাচ্ছে না। তাই মাটি কেটে আবাদযোগ্য করছেন।

সূত্র জানায়, বন বিভাগের আওতায় সাগুনীতে ৫৩৫ একর ও বাঁশগাড়ায় ৮৯ একর জমি রয়েছে। একসময় পুরোটা শালবাগান থাকলেও ক্রমান্বয়ে তা কমতে থাকে। প্রভাবশালীরা এরইমধ্যে সাগুনীর ৫৩৫ একরের মধ্যে ৪৮৬ একর এবং বাঁশগাড়ায় ৮৯ এর মধ্যে ৭৪ একর দখল করে নিয়েছেন। অবশিষ্ট জমিতে শালবন রয়েছে।

পীরগঞ্জ বন বিটের কর্মকর্তা শাহজাহান আলী জানান, এতে বনে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলেও তারা কিছু করতে পারছেন না। কারণ যেখান থেকে মাটি কাটা হচ্ছে সেটা তাদের জমি না। ব্যক্তি মালিকানা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন জানান, বন বিভাগের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152365