নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করছে। গত বুধবার দিনগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমান দুদুর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। 

নবাবগঞ্জ থানার এস.আই হেমলেট বর্মন জানান, জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ ও অবৈধভাবে গাছ কেটে নেয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152358