ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন পুতিন-জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইংরেজি নববর্ষ উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই শুভেচ্ছা বিনিময় করা হয়।চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন ও রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ২০২৫ সাল জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের বছর, যা রাশিয়া ও চীনের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তিনি আরো বলেন, এ বছর চীন ও রাশিয়া জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করবে, যা শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে বিশ্বকে শক্তিশালী বার্তা দেবে।
২০২৬ সালে চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০তম বার্ষিকী উদ্যাপন এবং চীন-রাশিয়া সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষভাবে উল্লেখ করেন শি জিনপিং। তিনি বলেন, ২০২৬-২০২৭ সালকে চীন-রাশিয়া শিক্ষাবর্ষ হিসেবে মনোনীত করা হবে এবং নতুন যুগে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অগ্রগতি সাধনের লক্ষ্যে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার প্রস্তুতি ব্যক্ত করেন।
অন্যদিকে, পুতিন শি জিনপিংকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং চীনা জনগণের সুখ ও মঙ্গল কামনা করেন। তিনি বলেন, ২০২৫ সাল রাশিয়া-চীন সম্পর্কের নতুন যুগ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তারা ২০২৫ সালে একাধিক বার বৈঠক করেছেন এবং জার্মান নাৎসিবাদ ও জাপানি সামরিকবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদ্যাপন করেছেন।
পুতিন আরও বলেন, রাশিয়া ও চীন একযোগে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করেছে এবং বড় প্রকল্পগুলো সফলভাবে এগিয়ে চলেছে। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসা অব্যাহতির মাধ্যমে কর্মী বিনিময় সহজতর করার বিষয়েও উল্লেখ করেন।
আগামী বছর রাশিয়া ও চীন যৌথভাবে রাশিয়া-চীন শিক্ষাবর্ষ শুরু করবে বলে ঘোষণা দেন পুতিন। তিনি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রধান আন্তর্জাতিক বিষয়গুলোতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রস্তুতি ব্যক্ত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152303