বগুড়ায় এনসিপির সভায় হামলা আ‘লীগ মজনু ও রিপুসহ ১৪৫ জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপির সমন্বয় সভা চলাকালে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি পলাতক মজিবর রহমান মজনু ও কারবন্দি সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ ১৪৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আরও উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান দুলু, সেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের জেলা কমিটির বর্তমান সভাপতি সজিব সাহা, সাবেক সভাপতি আল রাজি জুয়েল, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
এছাড়া মামলায় আরও ৪০-৫০ জনকে অ্জ্ঞাত আসামি করা হয়েছে। এনসিপির পক্ষে মামলাটি দায়ের করেন গাবতলী উপজেলার বেতুয়াকান্দি (শিলদহ বাড়ী) এলাকার তোজাম্মেল হকের ছেলে সৈকত আলী। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মাহফুজ আলম।
গত ২৮ ডিসেম্বর বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় তিনি উল্লেখ করেন চলতি বছরের গত ২০ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির রাজনৈতিক সমন্বয় সভা চলছিল।
সভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী ওই আসামিরা ককটেল ও ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে তাদের সভায় হামলা করে। এতে এনসিপির বেশ কয়েকজন নেতা-কর্মীরা আহত হন। হামলাকারীরা ৩-৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পরে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152282