রাজশাহীর বিদায়ী বছর : সাজিদের মৃত্যু ও বিচারকপুত্র হত্যা উল্লেখযোগ্য
মাইনুল হাসান জনি, রাজশাহী : গত ১১ ডিসেম্বর। রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি উঠানোর গভীর গর্তে পড়ে যায় দু’বছরের শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর যখন সাজিদের নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা, তখন শোকের ছায়া নামে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়।
শিশুটির মৃত্যু নামের সত্যটি মানতে পারেনি পরিবার, স্বজন ও দেশবাসী। সবারই চোখজুড়ে ছিল নোনাজলের মিছিল। এ ঘটনায় ১৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকারের সইকৃত চিঠিতে বিএমডিএ’র কাছে বিভাগের সব গভীর নলকূপের তথ্য চায় প্রশাসন।
গেল বছরের ১৫ আগস্ট মাসে পবা উপজেলার পারিলা বামুনশিকড় গ্রামে অভাব আর ঋণের বোঝা সইতে না পেরে একই পরিবারের চার সদস্য মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও মেয়ে মিথিলা বেছে নেন আত্মহননের পথ। ওই মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়। চারজনের মৃত্যুর শোক কাটতে না কাটতে আবার লাখ টাকা ঋণ করে চল্লিসা করে পরিবারটি।
২১ জুলাই মাইলস্টোন বিমান দুর্ঘটনার আঁচ লাগে রাজশাহীতেও। নগরীর উপশহরের বাসিন্দা মেধাবী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের অকাল মৃত্যুতে নামে শোকের ছায়া। ২ ফেব্রুয়ারি রিকশাচালককে পিটিয়ে বরখাস্ত হন পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। পরবর্তিতে তাকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
গেল ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারদিন মৃত্যুর কাছে হার মানেন রাজশাহীর নারী সাংবাদিক মাছুমা রহমান। অক্টোবরে রাবি শিক্ষার্থী সায়মার সুইমিংপুলে মৃত্যুতে উত্তাল হয় ক্যাম্পাস। এমন সব ঘটনায় বিদায়ী বছর রাজশাহীতে হয়েছে বিষাদময়।
২৮ জুলাই রাজশাহীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন ‘চাঁদাবাজের’ নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মী, ক্যাডার, সমর্থকের নাম পরিচয় রয়েছে। রয়েছে আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ছয়জনের নাম। তবে বাকিগুলোর নাম ঠিকানা থাকলেও নেই রাজনৈতিক পরিচয়। তাদের বলা হয়েছে ‘সুবিধাবাদী’।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহীর সভাপতি আহমেদ শফি উদ্দিন বলেন, নিরাপদ রাষ্ট্র, নিরাপদ দেশ ও শান্তিময় জীবনের যে আকাঙ্খা, সেটি আমরা এখনও বাস্তবায়ন করতে পারেনি। একটি বছর ছিলো নানান দুর্যোগে পরিপূর্ণ।
সিডিআইআর রাজশাহীর প্রধান পরামর্শক সুব্রত কুমার পাল বলেন, জুলাই বিপ্লবের মধ্যদিয়ে আমরা চেয়েছিলাম, দেশে বৈষম্য থাকবে না, একটি সমৃদ্ধশালী সমাজ গঠনের দিকে আমার এগিয়ে যাব, পাশাপাশি দেশও এগিয়ে যাবে। কিন্তু আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমবা ব্যর্থ হয়েছি।
গেল ১৩ নভেম্বর নগরীর রাজপাড়া থানার ডাবতলায় এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজের ভাড়া ফ্লাটে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে লিমন মিয়া। লিমন কৌশলে প্রবেশ করে জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাত করে জখম করে।
এসময় লিমন নিজেও আহত হন। এ ঘটনার পরে বিচারক বাদি হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করলে হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে লিমনকে পাঁচ দিনের রিমান্ড নেয় পুলিশ।
এছাড়া পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারকে আদালতে তলব করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলায় চার পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গেল ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর পদ্মার চরে কাঁকন ও মণ্ডল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় বাঘার আমান মন্ডল, নাজমুল হোসেন ও কুষ্টিয়ার লিটনের মৃত্যু হয়।
এনিয়ে মামলা হলেও পুলিশ অপারেশন ফাস্ট লাইট চালায়ে পাবনা, নাটোর ও রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার বছরের আলোচিত ঘটনার মধ্যে অন্যতম। রাজশাহী জেলা পুলিশের হিসেবে ৩৮টি হত্যা ও ৮টি ডাকাতি মামলা নথিবদ্ধ হয়েছে। সেইসাথে দেশীয় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারও হয়েছে উল্লেখযোগ্য।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, যখন কোনো বছর শেষ হয়, তখন সেই বছরের কিছু ভালো ও মন্দ দিক থাকে। ২০২৫ সালে আমাদের যেমন অনেক কিছু অর্জন রয়েছে, তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। সবমিলিয়ে রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব যে খারাপ গেছে, সেটি বলা যাবে না। কিছু কিছু অপ্রত্যাশিত ঘটনা ছিল দুঃখজনক।
শোক, হাহাকার আর অধিকার আদায়ের লড়াইের মাঝেও ছিল কিছু আলোর রেখা। দীর্ঘ সময় পর রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরা আর রামেক হাসপাতালে দু’দফায় ৫৩ কোটি টাকার বিদেশি ওষুধের অনুদান সাধারণ মানুষের মুখে কিছুটা স্বস্তির হাসি ফুটিয়েছে। দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫-এ অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন।
নির্বাচন নিয়ে তোড়জোড় ও ছাত্র রাজনীতির মেরুকরণ ছিল আলোচনার তুঙ্গে। পোষ্য কোটা নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলন কর্মসুচী এবং হামলার ঘটনায় ক্যাম্পাস হয়েছে উত্তাল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করেছি। এটি করতে গিয়ে নানাভাবে সমালোচনার শিকার হয়েছি। তবে আমার বিচারে বর্তমান প্রশাসন বিগত বছরে যে কাজগুলো করেছে, তা আগে কখনও হয়নি। রুয়া ও রাকসু নির্বাচন যা সর্বত্তোম উদাহরণ।
সব মিলিয়ে ২০২৫ সাল রাজশাহীবাসীর কাছে অম্লমধুর স্মৃতি। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন বছর বিষাদের ছায়া কাটিয়ে রাজশাহীকে দেবে নিরাপদ ও সমৃদ্ধ আগামীর নিশ্চয়তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152269