নতুন বছরে যেমন ভাবনা কণা’র

নতুন বছরে যেমন ভাবনা কণা’র

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই সময়ে এসে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে জনপ্রিয়তায়, দর্শকপ্রিয়তায় এবং আলোচনায় শীর্ষে যিনি চলে এসেছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। মিষ্টি কন্ঠের গায়িকা কণা এই সময়ে এসে আলোচনায় রয়েছেন বিশেষত ‘দুষ্টু কোকিল’ গানটি দিয়ে। এই গানের জন্য স্টেজ শো’তে তার ব্যস্ততা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এরইমধ্যে ব্যক্তি জীবনও বদলে গেছে। তবে তা নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ নন তিনি। আবার আগামীতে কী করবেন না করবেন সেটা নিয়েও তার তেমন কোনোই পরিকল্পনা নেই। তবে ২০২৬ সালটায় তার ভাবনার জায়গায় এসেছে কিছুটা পরিবর্তন।

কণা বলেন,‘ ২০২৬ এর শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। সত্যি বলতে কী পরিকল্পনা করে আমার কখনো কাজ করা হয়না, এগিয়ে যাওয়া হয়না। কারণ পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয়। তবে যে কাজই আসুক, আমি তা ঠিকঠাক মতো করার চেষ্টা করি। হোক সেটা নতুন গান, টিভি শো, স্টেজ শো, প্লে-ব্যাক কিংবা জিঙ্গেল। আমি আমার কাজটা শতভাগ সততার সঙ্গেই করার চেষ্টা করেছি আজীবন। আর এখন থেকে সব বিষয়ে আরো ভীষণ পজিটিভি থাকার চেষ্টা করবো। মানুষ হিসেবে আরো ভালো মানুষ হবার চেষ্টা করবো-এটাই প্রত্যয় আমার।’

কণা, শুধু একজন শিল্পী হিসেবেই নয় একজন মানুষ হিসেবেই তিনি তার অবস্থানে থেকে নানান সময়ে মানুষের নানান বিপদে আপদে এগিয়ে আসেন তিনি, যা অনেকেরই অজানা। অবশ্য এসব কাজ কণা জানিয়ে করতেও আগ্রহী নন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব প্রেমিক’ সিনেমাতে গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন কণা। ২০২৪ সালের জুন থেকে ২০২৫-এর পুরোটা সময়ই বলা যায় প্রতিটা দিনই ছিলো কণা’র গানে মুখরিত।

বিশেষত তুফান’ সিনেমায় তার কন্ঠের জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ গানটি প্রকাশিত হবার পরপরই রীতিমতো হৈচৈ পড়ে যায়। রাতারাতি বেড়ে যায় কণা’র স্টেজ শো, আরো বেড়ে যায় তার জনপ্রিয়তা। চলে আসেন সঙ্গীতাঙ্গনে আলোচনার শীর্ষে। যদিও কণা’র আগেও অনেক হিট, সুপারহিট গান রয়েছে। কিন্তু ‘দুষ্টু কোকিল’ তার গানের ক্যারিয়ারের সব হিসেবে নিকেশ বদলে দিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152256