খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবং তার আগেই খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ফলে এ ঘটনায় নির্বাচনের সময়সূচির ওপর কোনো প্রভাব পড়বে না।

নির্বাচন কমিশনার মাছউদ আরও জানান, খালেদা জিয়া যেসব আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেখানে সংশ্লিষ্ট দল বিকল্প প্রার্থী দিয়েছে। তাই ওই আসনগুলোতে নতুন করে তফসিল পরিবর্তনের প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন। গত সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তার পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দেন। তবে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই প্রধানমন্ত্রী মারা যান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152162