খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকা আসবেন।

এ ছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় আসবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (বুধবার) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন। পাশাপাশি ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152157