দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বাজিতপুর ও মতিহারা এলাকায় মাদক সেবনের অভিযোগে বাজিতপুর গ্রামের দিলদার হোসেনকে (৬৬) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা এবং মতিহারা গ্রামের সেকেন্দার আলীকে (৩৪) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করেন।

নবাবগঞ্জ থানার এস.আই গোলাম মোস্তফা জানান, দণ্ডপ্রাপ্তদের আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে আদালত আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা সদরে ২টি হোটেল থেকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা ও রাস্তার উপরে নির্মাণ সামগ্রী রাখার অভিযোগে ১ জনের নিকট ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152142