দেশবাসী একজন আপসহীন নেত্রী ও ঐক্যের প্রতীক হারালেন : দুলু

দেশবাসী একজন আপসহীন নেত্রী ও ঐক্যের প্রতীক হারালেন : দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা এডএম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের মানুষ একজন আপসহীন নেত্রী ও ঐক্যের প্রতীককে হারালেন এবং বিএনপি নেতাকর্মীরা হারালেন তাদের অভিভাবক মাকে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহাকালের, মহাকাব্যের আপসহীন নেত্রী, বাংলাদেশের অভিভাবক ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো।

তার মৃত্যুতে নাটোরবাসীর পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি। বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার বীরত্বপূর্ণ ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের কারণে জাতি বার বার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে।

দেশ ও জাতি তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনি তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানাই।

আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি ও সবার কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ্ তাকে জান্নাত নসিব করুন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ নাটোরের বিএনপি নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকালে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলাইপুরে ভিড় জমতে থাকে নেতাকর্মীদের।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা এবং অর্ধনিমিত রাখা হয় জাতীয় ও দলীয় পতাকা। আয়োজন করা হয় কোরআন খতমের। সেখানে আলেম ওলামারা কোরআন খতম দেওয়া শুরু করেছেন। নেতাকর্মীরা সকলেই কালো ব্যাচ পরিধান করেছেন। এছাড়া নানা আয়োজনের মধ্যদিয়ে সাতদিনের শোক কর্মসূচি পালন করবে দলটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152120