এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, প্রকাশ করলেন হুমকিদাতার নম্বর

এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, প্রকাশ করলেন হুমকিদাতার নম্বর
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও এমপিপ্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিতু নিজেই। 
 
ওই পোস্টে মিতু বলেন, ‘আজকেও এই নম্বর (+966548680436) থেকে হত্যার হুমকি আসছে। আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হইছে।
 
পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে—হ্যানত্যান বলছে। আপনাদের বিচলিত করতে চাই না বলে জানাচ্ছিলাম না এত দিন। কিন্তু জোটের ইলেকশন করব জানার পর একদম বানোয়াট-উদ্ভট গল্প বানিয়ে চরিত্র হনন শুরু করছে। জোটের খবর আওয়ামী লীগের পুচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে।
 
তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না, বিচলিতও নই। আপনারাও বিচলিত হবেন না। ওদের লেখাগুলো পড়ার দরকার নাই। আল্লাহ ভরসা। আমার হাজবেন্ড বলছেন এটা তো শুরু—এআই ভিডিও, ন্যুড ছবি, এডিটেড ছবি এগুলোও শুরু হবে। দোয়ার আর্জি রইল।’
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152106