জালিয়াতি মামলায় বগুড়া সোনাতলার ছাইফুল কারাগারে, স্ত্রীর জামিন

জালিয়াতি মামলায় বগুড়া সোনাতলার ছাইফুল কারাগারে, স্ত্রীর জামিন

কোর্ট রিপোর্টার : বগুড়ায় জালিয়াতি মামলায় সোনাতলার নতুন বন্দরের ছাইফুল ইসলামের (৫২) জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে এবং তার স্ত্রী শিল্পী বেগমের (৪০) জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোনাতলা আমলি আদালতে হাজির হয়ে ওই দম্পতি জামিনের আবেদন করলে বিচারক আফসান ইলাহী জামিনের আবেদন শুনানি শেষে ওই আদেশ দেন।

উপজেলার সোনাতলা নতুন বন্দরের মৃত আব্দুর রহমানের মেয়ে ও বগুড়া শহরের রহমান নগরের জাকিউল আলম রুমির স্ত্রী আমেনা খাতুন শিল্পী বাদি হয়ে তার আপন ভাই ও ভাবীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।  মামলায় অভিযোগে উল্লেখ করা হয়, তার ভাই আসামি ছাইফুল ইসলাম ও তার স্ত্রী সোনাতলা পৌরসভার তৎকালীন কাউন্সিলর নিপুন আনোয়ার এবং মেয়র জাহাঙ্গীর আলমে সই জাল করে জাল ওয়ারিশান সনদ সৃষ্টি করে ভূমি অফিসে ব্যবহার করে।

বিষয়টি জানার পর আমেনা বেগম শিল্পী মামলা করলে পিবিআই তদন্ত করে ওযারিশান সনদ জালিয়তি বিষয়ে আদালতে প্রতিবেদন দেয়। মামলাটি পরিচালনা করেন বাদি পক্ষে এড. এটিএম জিন্নুল হক, এড. পলাশ মাহমুদ এবং আসামি পক্ষে এড. লুৎফর রহমান ও এড. রফিকুল ইসলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152105