ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেফতার

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যের শর্টগানের গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪২) নামে অন্য এক আনসার সদস্য নিহত হয়েছেন।

নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাস ছেলে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় ভালুকা মডেল পুলিশ অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে (২৮) গ্রেফতার ও ব্যবহৃত শর্টগানটি জব্দ করেছে। নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানার ভেতরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে বসে দুষ্টুমি করতে ছিলেন।  এ সময় দুষ্টুমির ছলে নোমান মিয়ার হাতে থাকা শর্টগান দিয়ে বজেন্দ্র বিশ্বাসের বাম উরুতে গুলি করে।  এতে তিনি গুরুতর আহত হন।  পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলির পর অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্ত ঘাতক নোমান মিয়াকে গ্রেফতার করেন।

এই ঘটনার খবর পেয়ে আনসার ভিডিপি ময়মনসিংহ বিভাগীয় উপ-মহা পরিচালক কামরুন নাহার, জেলা কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মুরাদ হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মনোয়ারা বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাসলিমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় আনসার ভিডিপি এর পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দুষ্টুমির ছলে নোমান মিয়া অপর আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বজেন্দ্র মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152079