দলের জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে তারেক রহমান

দলের জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে তারেক রহমান

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মৃত্যু পরবর্তি স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে এই কার্যালয়ের উদ্দেশে রওনা হন। তারেক রহমান যাওয়ার আগেই ওই সভায় অংশ নিতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা পৌঁছান। 

দলীয় সূত্রে জানা গেছে, বেগম জিয়ার মৃত্যুতে দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152059