৫ হাজার ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

৫ হাজার ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশনের (ইসি) শর্ত অনুযায়ী তিনি পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সুবজবাগ থানা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এক আবেগঘন ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ইংরেজিতে দেওয়া ওই পোস্টে তিনি স্বাক্ষর সংগ্রহে যুক্ত সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক, বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতের ভোর, গভীর রাত ও কর্মদিবসেও নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই লক্ষ্য পূরণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গত শনিবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। সেদিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি ঢাকা-৯ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152018