খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে হাসপাতালে যান তিনি। সঙ্গে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। রোববার তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা ক্রিটিক্যাল। তিনি আগের মতোই আছেন, কোনো পরিবর্তন হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152017