বগুড়ার আদমদীঘিতে কর্তব্যরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে কর্তব্যরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার কাথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান (৫২) কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় দুপচাঁচিয়া হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিলছ সোনারপাড়ার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ও উপজেলার কাথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তার প্রতিষ্ঠানে যান।

সেখানে কতব্যরত অবস্থায় সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দুপচাঁচিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/152011