বগুড়ায় খোকন হত্যা মামলার সাত আসামি কারাগারে
কোর্ট রিপোর্টার : বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) হত্যা মামলায় আদালতে স্বেচ্ছায় হাজিরকৃত এজাহারনামীয় সাত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই সাত আসামি আজ সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। ওই আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই সাত আসামিরা হলো-সদর উপজেলার কৈচরের ফটুর ছেলে মুন্না (২৫), শহরের সেউজগাড়ীর রেলওয়ে মাঠসংলগ্ন শাজাহানের ছেলে রকি (৩২), আনোয়ারের ছেলে সিয়াম (২৩), ছাইফুলের ছেলে মো. সাগর (২৫), আইনুলের ছেলে শাওন (২৫), চকসুত্রাপুরের মোজাফ্ফরের ছেলে কাকন (২৫) এবং জামিল নগরের সাইদুলের ছেলে নান্টু (২৫)।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর শহরের মালতীনগর দক্ষিণপাড়ার বাসিন্দা ও ১১নং ওয়ার্ড যুবদলের সদস্য রেন্ট-এ কার ব্যবসায়ী হাবিবুর রহমান খোকন তার বন্ধু বাঁধনকে নিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে বন্ধু পাভেলকে দেখার জন্য সেউজগাড়ী পালপাড়ার ইসকন মন্দিরের উত্তরে আব্দুস ছাত্তারের বাড়ির সামনে রাস্তায় পৌঁছিলে আসামিরা মারপিটসহ ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে হাবিবুর রহমান খোকনকে হত্যা করে এবং বাঁধনকে আহত করে।
এ ব্যাপারে নিহত খোকনের স্ত্রী ফারজানা আক্তার বাদি হয়ে ১৭ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151975