সিনেমাকে ঘিরে আরো সুসময়ের অপেক্ষায় সজল

সিনেমাকে ঘিরে আরো সুসময়ের অপেক্ষায় সজল

অভি মঈনুদ্দীন ঃ নাটকে অভিনয় করা একেবারেই কমিয়ে দিযেছেন জনপ্রিয় অভিনেতা সজল। এখন সিনেমাকে ঘিরেই তার ধ্যান জ্ঞান। যে কারণে সিনেমা নিয়েই তার ভাবনা বেশি। চলতি বছরটায় তার আলোচিত সিনেমা ছিলো ‘জিন-থ্রি’। সিনেমার জনপ্রিয় গান ছিলো ‘কন্যা’। কন্যা গানে সজলের পারফর্ম্যান্সও ছিলো এক কথায় অসাধারণ।

সিনেমাটিতে সজলের বিপরীতে ছিলেন নূষরাত ফারিয়া। আর ‘কন্যা’ গানটি গেয়েছিলেন কণা ও ইমরান। এই এক গানের জনপ্রিয়তা ও আলোচনা দিয়ে বছর কাটলেও আগামী বছর নিয়ে সজল আরো অনেক বেশি আশাবাদী। এরইমধ্যে সজল প্রায় শেষ করেছেন রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমাটি। এটি একটি অ্যাকশানধমী সিনেমা। এতে সজলের বিপরীতে আছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা বুবলী। সিনেমাটির কাজ প্রায় শেষ বলেই জানালেন সজল। সিনেমাটিতে তার চরিত্রটি নিয়েও তিনি ভীষণ আশাবাদী। কারণ সিনেমাটি তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন এর আগে এই ধরনের চরিত্রে তার কাজ করা হয়ে উঠেনি। যে কারণে ‘শাপলা শালুক’ নিয়ে ২০২৬ কে ঘিরে সজল ভীষণ আশাবাদী। ২০২৬ সালে সিনেমাকে ঘিরেই সজলের আরো সুসময় আসবে।

এদিকে এরইমধ্যে সজল অপু বিশ্বাসের সঙ্গেও আরো একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন সজল। কামরুল হাসান পরিচালিত সিনেমাটির নাম ‘দুর্বার’। এটি একটি থ্রিলারধর্মী সিনেমা। মূলত সিনেমার গল্পই এগিয়ে যাবে সজলকে ঘিরে। তিনিই গল্পের নায়ক। এছাড়াও আরো কয়েকটি সিনেমার কাজ শুরু হবে নতুন বছরেই। যে কারণে ২০২৬ সালটা সজলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বছর।

সজল বলেন,‘ জিন-থ্রি’ মুক্তির পর দর্শকের কাছ থেকে ভীষণ ভালো সাড়া পেয়েছিলাম। সত্যি বলতে কী দর্শক আমাকে সিনেমাতে দেখতে বের্শি আগ্রহী। একটা সময় অনেক ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি, সেসব কাজের জন্য দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। কিন্তু এখন যেহেতু সিনেমাতে অভিনয় করছি এবং দর্শক তাও দেখছেন। তাই দর্শকই চাচ্ছেন আমি যেন আরো ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয় করি। সত্যি বলতে কী আমিও চাই সিনেমাতেই এখন নিয়মিত কাজ করতে। যে কারণে বছরে একটি দুটি কিবা তিনটি সিনেমাতে কাজ করবো। দর্শককে ভালো গল্পের সিনেমা উপহার দেবো। আমার নিজেরই গল্প চরিত্র ভালো না লাগলে তাতে অভিনয় করিনা। সেদিক দিয়ে আমি ভীষণ সচেতন।’

এদিকে এই মুহুর্তে সজল ডাবিং আর্টিস্ট হিসেবেও নিয়মিত কাজ করছেন বেশ কয়েকটি বিদেশী সিরিয়ালের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151962